IQNA

বাবরি মসজিদ ফেরত চাই: ওয়েইসি

16:13 - November 16, 2019
সংবাদ: 2609646
আন্তর্জাতিক ডেস্ক : অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেনের (এআইএমআইএম) প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়েইসি বাবরি মসজিদ ফেরত চাই বলে দাবি জানিয়েছেন।এর আগে অযোধ্যা মামলায় রায়ের পর তিনি বলেছিলেন, পাঁচ একর জমি চাই না।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আউটলুক ম্যাগাজিন’কে দেয়া এক সাক্ষাৎকারে ওয়েইসি জানান, যা কিছু ভারতের সংবিধান এবং বহু'ত্ববাদের বিরো'ধিতা করে তার বিরো'ধিতা আমি করবই। আমার জন্য সংবিধানই শেষ কথা।সংবিধানই আমাকে সেই অধিকার দিয়েছে যেখান থেকে শ্রদ্ধার সঙ্গে আমি সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করতে পারি। যা সংবিধানের বিরুদ্ধ তার বিরোধিতা আমি করবই।

শুক্রবার এক টুইটে ওয়েইসি বলেন, আমি আমার মসজিদ ফেরত চাই।

ওয়েইসি আরও জানিয়েছেন, আমাদের যুদ্ধ একটুকরো জমির জন্য নয়। আমার আইনি অধিকার যেন অক্ষুন্ন থাকে সেইদিকে নজর রাখা। শীর্ষ আদালতও জানিয়েছে মসজিদ তৈরি করার জন্য কোন মন্দির ধ্বংস করা হয়নি। তাই আমি আমার মসজিদ ফেরত চাই।

তিনি বলেন, রায়ে আমি সুন্তুষ্ট না। তবে সংবিধানে আমার পূর্ণ আস্থা রয়েছে। আমাদের বৈধ অধিকার নিয়ে আমরা ল'ড়াই করে যাচ্ছি। দান করা পাঁচ একর জমি আমাদের দরকার নেই। অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল’ বোর্ডের সঙ্গে আমি একমত, তারাও রায়ে অস'ন্তুষ্ট বলে জানান ওয়াইসি।

অযোধ্যার শহরে একটি মসজিদ নির্মাণে পাঁচ একর জমি বরাদ্দে আদালতের নির্দেশ নিয়ে তিনি বলেন, আমরা নিজেদের অধিকারের জন্য লড়'ছি।ভারতের এই এমপি বলেন, আমার মত হচ্ছে, ভূমি দানের এই প্রস্তাব আমাদের প্রত্যা'খ্যান করা উচিত। আমাদের পিঠ চা'পড়াবেন না। শীর্ষ নিউজ

captcha