IQNA

ফিলিস্তিনের কনিষ্ঠতম হাফেজের একমাত্র ইচ্ছা আল-আকসা মসজিদে নামাজ আদায় করা

0:21 - November 02, 2019
সংবাদ: 2609555
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের সর্বকনিষ্ঠ হাফেজ “ইয়াহিয়া নুরুদ্দীন রায়িস আবু তাহা”। বর্তমানে তার বয়স ৭ বছর। কনিষ্ঠ এই হাফেজের একমাত্র ইচ্ছা হচ্ছে জেরুজালেম শহর স্বচক্ষে দেখা এবং আল-আকসা মসজিদে নামাজ আদায় করা।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইয়াহিয়া নুরুদ্দীন রায়িস আবু তাহা বলেছেন: “আমার বয়স ৭ বছর এবং আমি আমার পিতা-মাতা ও কুরআনের শিক্ষকের সহায়তা এই ঐশী গ্রন্থ মুখস্থ করতে সক্ষম হয়েছি”।
তিনি তিনি গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহে শহরের বাসিন্দা। তিনি আরও বলেন: “আমি আমার পড়াশুনায় সফল হওয়ার চেষ্টা করি এবং বড় হয়ে আমি একজন ডাক্তার হবো”।
ফিলিস্তিনের এই কনিষ্ঠ হাফেজ সর্বশেষে বলেন: আমার ইচ্ছা হচ্ছে জেরুজালেম শহর স্বচক্ষে দেখা এবং আল-আকসা মসজিদে নামাজ আদায় করা। iqna

captcha