IQNA

সম্পূর্ণ কুরআন হেফজ করলেন তুরস্কের দৃষ্টি প্রতিবন্ধী

9:13 - October 31, 2019
সংবাদ: 2609545
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের খাটায় প্রদেশের আলেকজান্দ্রিয়া শহরের সরিসিকি এলাকার ৩‌১ বছরের দৃষ্টি প্রতিবন্ধী “যায়নাব ইসরা” কুরআন তিলাওয়াত শুনে সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উকুর পরিবারের পাঁচ সন্তানের এক সন্তান হচ্ছেন যায়নাব ইসরা। তিনি কুরআন তিলাওয়াত শুনে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন। এ পর্যন্ত তিনি বেশ কয়েক বার কুরআন খতম করেছেন।
তিনি চার বছর পূর্বে কুরআন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন। উক্ত কুরআন প্রশিক্ষণ কোর্স শুধুমাত্র নারীদের জন্য অনুষ্ঠিত হয়েছে। তখন তিনি কুরআন তিলাওয়াত শুনে সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।
তুরস্কের কিয়েসারি শহরে ২০১৭ সালে অনুষ্ঠিত হিফজুল কুরআন পরীক্ষায় যায়নাব ইসরা হয়েছিল সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।
কুরআন হেফজের ব্যাপারে যায়নাব ইসরা বলেন: “কুরআন হেফজের জন্য আমি চেষ্টা করেছে। কুরআন তিলাওয়াতের অডিও ফাইল শুনে আমি এই ঐশী গ্রন্থ মুখস্থ করতে সক্ষম হয়েছি।  iqna

 

captcha