IQNA

বিশ্বের রঙ্গিন ঋতু

14:55 - October 23, 2019
সংবাদ: 2609491
শরৎকালে অনেক ধরণের গাছপালার পাতা ঝড়ে যায়। গ্রীষ্মের তুলনায় শরৎকালে বাতাসের তাপমাত্রা অনেক কম থাকে। এসময় দিনগুলো ছোট হয় এবং রাতগুলো আরও দীর্ঘ হয়। এই মৌসুমে বিশ্বের বিভিন্ন স্থানে অধিক বৃষ্টিপাত হয়। নীচের চিত্রগুলোয় বিশ্বজুড়ে এই মৌসুমে বর্ণময় সৌন্দর্যের চিত্র তুলে ধরা হয়েছে।
captcha