IQNA

হযরত আব্বাস (আ.)এর মাজারের পক্ষ থেকে ঘোষণা করা হল আরবাইনে জিয়ারতকারীদের সঠিক পরিসংখ্যান

23:11 - October 20, 2019
সংবাদ: 2609474
আন্তর্জাতিক ডেস্ক: হযরত আব্বাস (আ.)এর মাজারের পরিচালক কমিটি এক বিবৃতিতে ঘোষণা করেছে: ইমাম হুসাইন (আ.)এর আরবাইন উপলক্ষে ১ কোটি ৫২ লাখ ২৯ হাজার ৯৫৫ জন জিয়ারতকারী কারবালায় উপস্থিত হয়েছেন। ইলেকট্রনিক কাউন্টিং সিস্টেমের মাধ্যমে এই গণনা করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কাউন্টিং সিস্টেমের মাধ্যমে নির্ভুলভাবে এই গণনা সম্পন্ন করা হয়েছে। সফর মাসের ৬ তারিখ থেকে আরবাইন তথা ২০শে সফর পর্যন্ত ১ কোটি ৫২ লাখ ২৯ হাজার ৯৫৫ জন জিয়ারতকারী শোকানুষ্ঠান পালনের জন্য কারবালায় উপস্থিত হয়েছেন।
এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে: প্রায় ১৩ শতাব্দী যাবত কারবালায় আরবাইনের শোকানুষ্ঠান পালন হয়ে আসছে। অন্যান্য বছরের ন্যায় এ বছরেও সাইয়্যেদ আল-শোহাদা ইমাম হুসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর অতিথি ও জিয়ারতকারীদের সম্মান জানানো হয়েছে। ইমাম হুসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের খাদেমগণ বিভিন্নভাবে এসকল জিয়ারতকারীদের সেবা প্রদান করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে: কাউন্টিং সিস্টেমের গণনা অনুযায়ী, কারবালার প্রধান পাঁচটি প্রবেশ পথ দিয়ে ৬ষ্ঠ সফর থেকে ২০শে সফর পর্যন্ত ১ কোটি ৫২ লাখ ২৯ হাজার ৯৫৫ জন জিয়ারতকারী এই পবিত্র নগরীতে প্রবেশ করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে: আরবাইন উপলক্ষে কারবালায় ১৪৪০ হিজরিতে ১ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৯৪৯ জন, ১৪৩৯ হিজরিতে ১ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৮১৮ জন এবং ১৪৩৮ হিজরিতে ১ কোটি ১২ লাখ ১০ হাজার ৩৬৭ জন জিয়ারতকারী উপস্থিত হয়েছেন।
এছাড়াও হযরত আব্বাস (আ.)এর মাযারের বৌদ্ধিক ও সাংস্কৃতিক বিষয় অধিদপ্তর জানিয়েছে, আরবাইনের খবর বিশ্ববাসীর নিকট পৌঁছানোর জন্য ৩৫০টি দেশী ও বিদেশী মিডিয়া একযোগে কাজ করেছে।
বেলজিয়াম, ইরান, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, বাহরাইন এবং জার্মানসহ বিভিন্ন দেশের ১৬০ জন সাংবাদিকও একযোগে আরবাইনের খবর প্রকাশ করেছেন।  iqna

 

captcha