IQNA

শহীদ আলে হানী’র স্মরণে কারবালায় কুরআন মাহফিল

19:06 - July 08, 2017
3
সংবাদ: 2603389
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: সৌদি আরবের কাতিফ ও দাম্মাম শহরের যৌথ কুরআন বিষয়ক সংস্থার প্রধান শহীদ উস্তাদ আমিন মুহাম্মাদ আলে হানী’র স্মরণে কারাবালায় ইমাম হুসাইন (আ.) এর পবিত্র মাজারে বিশেষ কুরআন মাহফিলের আয়োজন করেছে ইরাকের যেয়ারতগাহসমূহের কুরআন বিষয়ক উচ্চতর সংস্থা।

বার্তা সংস্থা কাফে’র উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট: এ কুরআন মাহফিল গত বৃহস্পতিবার ৬ জুলায় কাতিফ ও দাম্মাম শহরের কুরআন বিষয়ক যৌথ পরিষদের সদস্য শাইখ সালেহ আলে ইব্রাহিমে’র উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

ইরাকের কুরআন বিষয়ক উচ্চতর পরিষদের সদস্য শাইখ মুহাম্মাদ খলিল বলেন: শহীদ আমিন মুহাম্মাদ আলে হানী ছিলেন সমাজের জন্য একজন কর্মঠ ও একনিষ্ট শিক্ষক। শিক্ষা বিষয়ক বহু তৎপরতা তার কাজের তালিকায় লিপিবদ্ধ এবং বহু কুরআনিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথেও তিনি জড়িত ছিলেন।

ইমাম হুসাইন (আ.) এর মাজারের কারী ও মুয়াজ্জিন উসামা কারবালাঈ’র তেলাওয়াতের মাধ্যমে এ কুরআন মাহফিল শুরু হয়। এরপর আদেল আল-ইয়াসিরি, শাইখ রাফে আল-আমেরি ও ইরানি কারী কারিম মানসুরি পবিত্র তেলাওয়াত করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের জনৈক ছাত্র এতে একটি কাসিদা পরিবেশন করেন। কাতিফ কুরআন কেন্দ্রের পরিদর্শক শাইখ সালেহ আলে ইব্রাহিম তারা বক্তব্যে, শহীদ আলে হানী’র স্মরণে ইমাম হুসাইন (আ.) এর মাজারে এ মাহফিল আয়োজনের জন্য এর উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং কাতিফ শহরের এ কুরআনিক ব্যক্তিত্বের ৩০ বছরের প্রচেষ্টার কথা তুলে ধরেন।#3616600


প্রকাশিত: 3
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
ynbldmoe
0
0
20
ttyscoug
0
0
20
snbfjukj
0
0
20
captcha