IQNA

ব্রিটিশ তেল ট্যাংকার আটকের প্রতি ইরানি সংসদের সমর্থন

21:38 - July 21, 2019
সংবাদ: 2608938
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ তেল ট্যাংকার আটকের প্রতি সমর্থন জানিয়েছে ইরানের জাতীয় সংসদ।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোট: ১৬০ জন ইরানি সাংসদ আজ (রোববার) এক বিবৃতিতে বলেছেন, "গত কিছু দিন ধরেই আন্তর্জাতিক পানিসীমায় সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। কয়েকটি তেল ট্যাংকারে বিস্ফোরণ ও নাশকতা, ব্রিটিশদের মাধ্যমে অবৈধভাবে ইরানের একটি তেল ট্যাংকার আটক এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নীতিমালা লঙ্ঘন অন্যতম। এসব ঘটনা থেকে মনে হচ্ছে সাম্রাজ্যবাদীরা পারস্য উপসাগরের জলপথকে জ্বালানি আনা-নেওয়ার জন্য অনিরাপদ হিসেবে তুলে ধরার পায়তারা চালাচ্ছে।"

বিবৃতিতে ইরানের আইনপ্রণেতারা এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তারা হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজগুলোর কাছ থেকে ট্যাক্স আদায়ের ব্যবস্থা করার দাবি জানান তারা।

শুক্রবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সামুদ্রিক আইন লঙ্ঘন করায় ব্রিটেনের একটি তেল ট্যাংকার আটক করেছে। ব্রিটেন তেল ট্যাংকারটি ছেড়ে দিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। তবে ইরান বলেছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ট্যাংকারটি ছাড়িয়ে নিতে হবে।  iqna

captcha