IQNA

জমজমের পানি বহনের ওপর নিষেধাজ্ঞার জন্য ভারতীয় হাজীগণ অসন্তুষ্ট

14:16 - July 10, 2019
2
সংবাদ: 2608873
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের এয়ার ইন্ডিয়া গত সপ্তাহে হজ শেষে হাজীদের দেশে ফেরার সময় জমজমের পানি বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। আর এর ফলে হাজীগণ অসন্তুষ্ট প্রকাশ করেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ভারতের এয়ার ইন্ডিয়া এ বছরের হাজীদের উদ্দেশ্য ঘোষণা করেছে: এয়ার ইন্ডিয়ার ছোট বিমানের জমজমের পানির বড় বোতল নিয়ে কেউ উঠতে পারবে না। তবে আমাদের বড় বিমানের যাত্রীরা জমজমের পানির বড় বোতল নিয়ে উঠতে পারবে।

জমজমের পানি বহনের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত বহল থাকবে। এই নিষেধাজ্ঞা জেদ্দা-হায়দ্রাবাদ-মুম্বাই এবং জেদ্দায়-কুচিনের ফ্লাইটের জন্য প্রযোজ্য হবে।

এয়ার ইন্ডিয়ার কর্মকর্তা বলেছে, বিমানের আকার এবং চেয়ার ছোট হওয়ার কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ভারতের হাজী ফাতেমা মিনাল অসন্তুষ্ট প্রকাশ করে বলেন: পবিত্র মক্কা থেকে জমজমের পানি আমাদের নিজ এলাকায় নিয়ে আসি এবং এই পবিত্র পানি বন্ধু ও আত্মীয়দের মাঝে তবররুক হিসেবে বিতরণ করি।

শারজাহের বাসিন্দা রাহি সেলিম বলেন: বিগত বছরগুলোয় হাজীদের এরকম সমস্যার সম্মুখীন হতে হয়নি। আমি তৃতীয় বারের মতো হজে যাচ্ছি। জমজমের পানি নিজ এলাকায় নিয়ে যাওয়া প্রত্যেক হাজিদের সুন্নত। এই পবিত্র পানি মক্কা থেকে নিয়ে আসি, যাতে করে ধর্মীয় অনুষ্ঠানে তা ব্যবহার করতে পারি। iqna

 

 

প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
যে দেশে গরুর গু-মুত পবিত্র সে দেশে জমজমের পানি না নিলেই ভালো মুসলিম ভাইয়েরা!
odapfsmu
0
0
20
captcha