IQNA

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক;

সৌদি যুবরাজ খাসোগি খুনের সঙ্গে জড়িত

21:14 - June 26, 2019
সংবাদ: 2608780
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে গত বছর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি আরবের একটি কনসুলেটে ঘটা সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পেছনে সৌদি যুবরাজেরও দায় থাকার ইংগিত-বাহী বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ের এগনেস কালামার্ডের নেতৃত্বে একটি জাতিসংঘ দল গত জানুয়ারিতে এই বিষয়ে তদন্ত শুরু করে গতকাল তাদের প্রতিবেদন প্রকাশ করে।

সৌদি আরব ধারাবাহিকভাবে ঐ ঘটনায় যুবরাজ মোহাম্মেদ বিন সালমানের সংশ্লিষ্টতা অস্বীকার করে চলেছে। তবে ঐ প্রতিবেদন বলছে যে যুবরাজ'সহ অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা যে হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, তার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে।

প্রতিবেদনে দেশগুলোর কাছে এই আহ্বান জানানো হয়েছে যে যুবরাজ যে এই ঘটনায় কোনভাবে যুক্ত নন, সেই প্রমাণ উপস্থাপন না করা পর্যন্ত তার এবং অন্যান্য সংশ্লিষ্টদের বিদেশে থাকা সম্পদ জব্দ'সহ তাদের উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।

এছাড়া, সৌদি কর্তৃপক্ষ গোপনে এই হত্যাকাণ্ডের জন্য ১১ জন অভিযুক্তের বিচার পরিচালনা করায়, সেটি বন্ধেরও আহ্বান প্রতিবেদনে জানানো হয়েছে।

কালামার্ড বলেন, সৌদি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ঐ হত্যাকাণ্ড সমর্থনের পাশাপাশি এর পরিকল্পনা এবং তত্ত্বাবধানে যুক্ত থাকার বিষয়টি তদন্তে উঠে আসায়, তা রাষ্ট্রের জড়িত থাকার দিকেই দিকনির্দেশ করে। তিনি এ বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে আরও বিস্তৃত তদন্ত পরিচালনার আহ্বান জানান। iqna

captcha