IQNA

ব্রিটেনের ইসলামিক জাদুঘর পরিদর্শন করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

23:15 - June 20, 2019
সংবাদ: 2608763
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সম্প্রতি ইংল্যান্ড সফরে তিনি সেদেশের ইসলামিক জাদুঘর পরিদর্শন করেছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোট: মাহাথির মোহাম্মাদ ইংল্যান্ডে ইসলামী বিশ্বের আল-বুখারী ফাউন্ডেশন গ্যালারি মিউজিয়াম পরিদর্শন করেছেন। ইংল্যান্ডে তিন দিনের সফরে তিনি এই মিউজিয়াম পরিদর্শন করেছে।

মাহাথির মোহাম্মদের উপস্থিতিতে জাদুঘরের উপপরিচালক কজনাথন উইলিয়ামস ইসলামী সমৃদ্ধ ঐতিহ্য প্রতিফলিত করে গ্যালারিতে উপস্থাপিত শিল্পসমূহের বর্ণনা দিয়েছেন।

ব্রিটিশ মিউজিয়ামের সাথে সংযুক্ত আল বুখারী ফাউন্ডেশন গ্যালারী জাদুঘরে ইসলামী ঐতিহ্যের শিল্পসমূহ প্রদর্শন করা হয়।

এই গ্যালারিতে মোট দুইটি হল রয়েছে। এই মিউজিয়ামে প্রথম হিজরি থেকে বর্তমান পর্যন্ত আফ্রিকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন ইসলামিক শিল্পসমূহ প্রদর্শন করা হয়েছে।

আল-বুখারী ফাউন্ডেশন, মালয়েশিয়ার একটি অলাভজনক দাতব্য সংগঠন। এটি মালয়েশিয়ার ব্যবসায়ী সৈয়দ মোখতার প্রতিষ্ঠিত করেছেন।  iqna

 

 

captcha