IQNA

মিশরের বিশ্ববিদ্যালয়ে কুরআন প্রতিযোগিতা

22:45 - May 22, 2019
সংবাদ: 2608602
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে মিশরের “বিনহা” বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হেফজ প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: “বিনহা”বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক উচ্চ কমিশনের পক্ষ থেকে সোমবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ ৫ জন হচ্ছেন:
প্রথম স্থান: ভেটেরিনারি মেডিসিন অনুষদের ছাত্র মুহাম্মাদ সায়িদ।
দ্বিতীয় স্থান: নার্সিং অনুষদের ছাত্র মুহাম্মাদ তাহা।
তৃতীয় স্থান: মেডিকেল অনুষদের ছাত্র মিনার ইসমাইল।
চতুর্থ স্থান: মেডিকেল অনুষদের ছাত্র ইব্রাহিম রায়ফাত।
পঞ্চম স্থান: মেডিকেল অনুষদের ছাত্র সারাহ নাবিল।
সম্পূর্ণ কুরআন হেফজ এবং সেমিস্টারের উপবৃত্তি গ্রহণের শর্ত হচ্ছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা।
এছাড়াও এই প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদেরকে মুল্যবান পুরস্কার প্রদান করা হয়েছে। প্রথম স্থানে উত্তীর্ণকে ৫০০ মিশরীয় পাউন্ড, দ্বিতীয় স্থানে উত্তীর্ণকে ৪৫০ মিশরীয় পাউন্ড, তৃতীয় স্থানে উত্তীর্ণকে ৪০০ মিশরীয় পাউন্ড, চতুর্থ স্থানে উত্তীর্ণকে ৩৫০ মিশরীয় পাউন্ড এবং পঞ্চম স্থানে উত্তীর্ণকে ৩০০ মিশরীয় পাউন্ড প্রদান করা হয়েছে। iqna

captcha