IQNA

দুবাইয়ের ২৫ জন ড্রাইভার পুরস্কার হিসেবে পাচ্ছেন উমরা হজ

22:32 - May 22, 2019
সংবাদ: 2608601
আন্তর্জাতিক ডেস্ক: দুবাই ট্যাক্সি কোম্পানি পবিত্র রমজান মাসে ২৫ জন ড্রাইভারকে পুরস্কার হিসেবে উমরা হজ পালন করাবে বলে জানিয়েছে। গাড়ি চালানোর সময় এসকল ড্রাইভার কোন জরিমানা প্রদান করেনি। আর এ জন্য তাদেরকে এই আধ্যাত্মিক পুরস্কার প্রদান করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: দুবাই ট্যাক্সি কোম্পানি এই পরিকল্পনা (উমরা হজ) ২০১০ সালে চালু করেছে এবং এপর্যন্ত ১২০০ জনকে এই পুরস্কার প্রদান করেছে।
দুবাই ট্যাক্সি কর্পোরেশনের মানব সম্পদ পরিচালক আদেল শারিফ এ ব্যাপারে বলেন: এই কোম্পানি উমরা হজের সকল খরচ বহন করবে এবং এই হজ পালনের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
তিনি বলেন: দুবাই ট্যাক্সি কোম্পানি ইতিমধ্যে কর্মী, ড্রাইভার এবং পরিচালকদের জন্য বিভিন্ন ধরেন প্রশিক্ষণমূলক কর্মসূচি পরিচালিত করেছে। এসকল কর্মসূচি উক্ত কোম্পানির প্রশিক্ষণ কেন্দ্র সম্পাদিত হয়েছে। iqna

 

captcha