IQNA

মিশরে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ১২ সন্ত্রাসী নিহত

22:27 - May 20, 2019
সংবাদ: 2608588
আন্তর্জাতিক ডেস্ক: মিশরে পর্যটকদের বাসে সন্ত্রাসী হামলার পর সেদেশের নিরাপত্তা বাহিনীর সাথে সন্ত্রাসীদের সংঘর্ষে ফলে ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই খবর জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ (২০শে মে) ঘোষণা করেছে: জামায়াতে ইখওয়ানের সদস্যরা দেশের ভিতরে অশান্তি, বিশৃঙ্খলা এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যাহত করার চেষ্টা করছিল। তাদের এই চেষ্টা ব্যর্থ করতে মিশরের নিরাপত্তা বাহিনী তাদের গোপন আস্তানা তথ্য সংগ্রহ করে তাদের উপর আক্রমণ করে। মিশরের “জেইরা” প্রদেশে নিরাপত্তা বাহিনীর সাথে সন্ত্রাসীদের এই সংঘর্ষের ফলে এই দলের ১২ জন সন্ত্রাসী নিহত হয়। এছাড়াও সন্ত্রাসীদের ব্যবহৃত অনেক অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে।

উল্লেখ্য যে, সম্প্রতি মিশরের জেইরা প্রদেশে একটি পর্যটন বাসে বিস্ফোরণের ফলে মিশরের ২ জন এবং দক্ষিণ আফ্রিকার ৪ জন নাগরিক নিহত হয়েছেন। সন্ত্রাসীদের এই হামলাকে কেন্দ্র করে মিশরের নিরাপত্তা বাহিনী এই সন্ত্রাসী নিধন অভিযান চালিয়েছে। iqna

 

 

captcha