IQNA

'ইসলামি বিপ্লবী ও প্রতিরোধ শক্তির কারণে মার্কিন প্রভাব কমছে'

16:23 - May 17, 2019
সংবাদ: 2608561
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, ইসলামি বিপ্লবী আদর্শ ও প্রতিরোধ ফ্রন্ট ক্রমেই শক্তিশালী হচ্ছে। আর এ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব হ্রাসের ক্ষেত্র প্রস্তুত করছে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এসব কথা বলেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম আবু তোরাবিফার্দ আরও বলেন, চার দশক ধরে নিষেধাজ্ঞার মধ্যে থাকার পরও ইরান অর্থনৈতিক ক্ষেত্রে বড় বড় সাফল্য অর্জন করেছে এবং অনেক ক্ষেত্রে ইরানের অর্থনৈতিক অবকাঠামো কোনো কোনো উন্নত দেশের চেয়েও ভালো।

তিনি বলেন, আমেরিকার যেসব শীর্ষ কর্মকর্তা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ভূমিকা রেখেছেন তারাও এখন বলছেন তেহরান নিজস্ব সামর্থ্য ভালোভাবে কাজে লাগালে নিষেধাজ্ঞা ব্যর্থ হবে।

তেহরানে আজকের জুমার নামাজের ইমাম আরও বলেন, ইরান সঠিক পথে এগোচ্ছে এবং ইনশাআল্লাহ বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। iqna

captcha