IQNA

ইসলামকে ধর্ম হিসেবে অস্বীকার বিশ্বের সকল ধর্মের জন্য হুমকি: ইহুদি নোয়াম

0:26 - October 15, 2018
সংবাদ: 2607002
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের কোনো প্রান্তে কোনো ধর্মের বিরুদ্ধে হুমকি দেয়া অনেকটা পুরো বিশ্বে ছড়িয়ে থাকা উক্ত ধর্মের অনুসারীদের হুমকি দেয়ার মতই। ইসলামকে যদি একটি ধর্ম বলে অস্বীকার করা হয়, তখন বিশ্বের সকল ধর্ম বিশ্বাস এবং সকল ধর্ম চর্চা হুমকির মুখে পড়ে যায়। যুক্তরাষ্ট্রে বসবাস করা অন্যান্য ধর্মাবলম্বীদের মতই নিজেদের ধর্মকে সবার কাছে ছড়িয়ে দেয়ার অধিকার রয়েছে সেখানে বসবাস করা মুসলিমদের।

বার্তা সংস্থা ইকনা: যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তি হচ্ছে রাষ্ট্র এবং ধর্মকে আলাদা রেখে ধর্মের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা। ইসলাম ধর্ম যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকির কারণ নয়।

অধিকন্তু বিভিন্ন আইনি জটিলতার দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রের মুসলিমদেরকে আলাদা করলে দেশটিতে বসবাসরত মুসলিম সমাজকে আমেরিকান সমাজের সাথে একত্রীকরণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। একই সাথে এটি যুক্তরাষ্ট্রে বিদ্যমান বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর একে অপরের প্রতি আন্তরিকতা এবং সম্মান হারিয়ে ফেলতে বাধ্য হবে যা আমেরিকান মূল্যবোধের সাথে সাংঘর্ষিক।

আইনের মাধ্যমে ইসলামের উপর হুমকি দেয়ার মাধ্যমে শুধুমাত্র মুসলিমদের বিশ্বাসের উপর আঘাত করা হবে না বরং তা সকল আমেরিকানদের আঘাত করবে। আমরা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পর্যবেক্ষণের সাথে দ্ব্যর্থহীনভাবে একমত, বিচার বিভাগ তার এক পর্যবেক্ষণে বলেছিলন, ‘ইসলাম একটি ধর্ম এবং মসজিদ ধর্মীয় সম্মেলনের অংশ।’

সূত্রঃ নিউইয়র্ক টাইমসের সম্পাদক বরাবরে লিখা এবং নিউইয়র্ক টাইমসে প্রকাশিত ইহুদি রাব্বি (ধর্মগুরু) নোয়াম মারান্স এর চিঠি থেকে অনূদিত।

রাব্বি নোয়াম মারান্স যুক্তরাষ্ট্রের আন্ত-ধর্মীয় সম্মেলন কেন্দ্রের পরিচালক, একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের মুসলিম-ইহুদি সম্পর্ক উন্নয়ন বিষয়ক একটি সংস্থার পরিচালক হিসেবে কর্মরত আছেন।

captcha