IQNA

মিশরে বেকারত্বের হার ৯.৮ শতাংশ হ্রাস

23:53 - October 14, 2018
সংবাদ: 2606997
আন্তর্জাতিক ডেস্ক: মিসরের শ্রমমন্ত্রী সেদেশের বেকারত্বের হার ৯.৮ শতাংশ কমেছে বলে জানিয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: মিসরের শ্রমমন্ত্রী "মুহাম্মাদ শায়ফান" ঘোষণা করেছেন: চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে বেকারত্ব হার ৯.৮ শতাংশ কমেছে। পূর্বের বছরগুলোয় বেকারত্বের হার ১৫ শতাংশ ছিল।
"তরুণদের সর্বোৎকৃষ্ট উপহার হচ্ছে তাদের জন্য জন্য চাকরির সুযোগ তৈরি করা" এই বাক্যের উপর দৃষ্টিপাত করে তিনি বলেন: চাকরির সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদেরকে নিয়োগ ও উৎসাহিত করার জন্য সরকার চেষ্টা করছে।
iqna

captcha