IQNA

কিভাবে আমরা ইমামকে নিজেদের মধ্যে অনুভব করব

0:06 - October 09, 2018
সংবাদ: 2606940
ইমাম মাহদীর প্রতি দৃঢ় বিশ্বাস আমাদেরকে আত্মসমর্পণ করতে বাধা দেয়, তবে শর্ত হচ্ছে এই আকিদাকে সঠিকভাবে বুঝতে হবে। যখন এই আকিদা আমাদের অন্তরে বসে যাবে তখন আমাদের মাঝে ইমাম মাহদীর উপস্থিতিকে অনুভব করব।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: প্রকৃত প্রতীক্ষা মানুষকে সত্যের জন্য লড়াই করতে শেখায়। যদি প্রতীক্ষা এবং আশা না থাকে তাহলে সংগ্রামের কোন অর্থই হয় না। আর যদি ভবিষ্যতের প্রতি নিশ্চিত আশা না থাকে তাহলে প্রতীক্ষার কোন অর্থ হয় না।

যারা দুনিয়ার লোভী তারা দুনিয়ার জন্য সব কিছু করতে রাজি থাকে। তারা ন্যায় অন্যায় মানে না। যেভাবে আমেরিকা ও ইসরাইল দুনিয়ার সুখের জন্য সমগ্র দুনিয়ায় অত্যাচার করছে।

কিন্তু যারা প্রকৃত মু’মিন তাদের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা স্বরূপ। হাদিসে বর্ণিত হয়েছে: «ضَاقَتْ عَلَيْهِمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ» যারা আধ্যাত্মিক তাদের জন্য দুনিয়া অতি কঠিন ও বদ্ধ জায়গা।

ইমাম মাহদী আমাদের আদর্শ তিনি সর্বদা কাফির ও মুশরিক এবং জালিমদের বিরুদ্ধে লড়াই করেন। সুতরাং তার শিয়া হিসাবে আমাদেরকেও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

captcha