IQNA

ইরাকের ফালুজায় বোমা বিস্ফোরণে আহত ৫

0:00 - October 09, 2018
সংবাদ: 2606939
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি নিরাপত্তা তথ্য কেন্দ্র জানিয়েছে, সেদেশের ফালুজা শহরে একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ফলে ৫ জন আহত হয়েছেন।

কুরআনের সাথে সম্পর্ক আমাদের বিচক্ষণতাকে বৃদ্ধি করে
বার্তা সংস্থা ইকনা: ইরাকি নিরাপত্তা তথ্য কেন্দ্র একটি বিবৃতিতে ঘোষণা করেছে, গতকাল সকালে ফালুজা শহরের নাযাল অঞ্চলের কারেন্সি এক্সচেঞ্জের নিকটে একটি গাড়িতে পূর্বে থেকে রাখা বোমা বিস্ফোরণের ফলে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জন পুলিশ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বোমা বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করে এবং বিস্ফোরণের ব্যাপারে তদন্ত শুরু করে।

ফালুজা শহর ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত। এই শহরটি ইরাকের রাজধানী বাগদাদ হতে ৬৯ কিলোমিটার দুরে ফুরাত নদীর তীরে অবস্থিত।
এদিকে গতকাল ইরাকের "সাফাক নিউজ" এক নিরাপত্তা উৎসের উদ্ধৃতি দিয়ে বলেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সশস্ত্র সন্ত্রাসীরা মসুলের দক্ষিণাঞ্চলীয় আসাদিয়া গ্রামে হামলা চালিয়ে তিন জনকে হত্যা করেছে।
iqna

captcha