IQNA

সৈয়দাবাদকে তালেবানের হামলা নস্যাৎ

22:43 - October 08, 2018
সংবাদ: 2606932
আন্তর্জাতিক ডেস্ক: ওয়ারদাকের গভর্নরের মুখপাত্র ঘোষণা করেছেন: সৈয়দাবাদে সন্ত্রাসী গোষ্ঠী তালেবান হামলা চালানোর পর সেখানে নিরাপত্তা বাহিনী টহল জোরদার করা হয়েছে। এরফলে তালেবানের সদস্যরা পিছুপা হতে বাধ্য হয়েছে। বর্তমানে কান্দাহার-কাবুল মহাসড়কে যান চলাচল অব্যাহত রয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: ওয়ারদাকের গভর্নরের মুখপাত্র আব্দুর রহমান মঙ্গোল ঘোষণা করেছেন: সোমবার (৬ষ্ঠ অক্টোবর) রাতে সৈয়দাবাদে সন্ত্রাসী গোষ্ঠী তালেবান ব্যাপক হামলা চালানোর পরিকল্পনা করে। কিন্তু তারা তাদের লক্ষ্যে পৌছাতে পারেনি।

তিনি বলেন: সৈয়দ আবদ শহরের পাশে চেকপয়েন্টের উত্তরে এবং এই শহরের উত্তরাঞ্চলীয় সদর দফতরেও হামলা চালানো হয়েছিল। তবে নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের ফলে সন্ত্রাসীরা পশ্চাদপসরণ করতে বাধ্য হয়েছে।

ওয়ারদাকের গভর্নরের মুখপাত্র গুরুত্বারোপ করে বলেছেন: সৈয়দাবাদের শাটুর এলাকায় বোমা হামলার ফলে কান্দাহার-কাবুল মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে এই রুটে যান পুনরায় চলাচল করছে।

ওয়ারদাকের স্থানীয় কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন: এই হামলার ফলে দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।

আফগানিস্তানে দক্ষিণাঞ্চলে কান্দাহার অবস্থিত। এই শহরটি আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর।

iqna

 

captcha