IQNA

গাজায় ক্যান্সারের ওষুধের তীব্র সংকট

11:08 - August 14, 2018
সংবাদ: 2606459
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ক্যান্সারের রোগীদের জন্য কেমোথেরাপির ঔষধ প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরাইল। এই নিষেধাজ্ঞার ফলে ক্যান্সারের রোগীরা নানামুখী সমস্যায় ভুগছেন।

 

বার্তা সংস্থা ইকনা: গাজায় বিরুদ্ধে ইসরাইলের অবরোধ তীব্রতা হওয়ার কারণে এই এলাকার ক্যান্সারের রোগীদের অনেক সমস্যা দেখা দিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শারাফ আল-কুদরত এ ব্যাপারে বলেন: ক্যান্সার রোগীদের জন্য কেমোথেরাপি ঔষধ বিরল হয়ে গিয়েছে। বর্তমানে গাজায় এই ঔষধ পাওয়া যাচ্ছে না। আর এ কারণে আমরা ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসা বন্ধ করতে বাধ্য হয়েছি।

তিনি আরও বলেন: ক্যান্সার আক্রান্ত রোগীদের জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে। এর প্রতিকারের একমাত্র উপায় হচ্ছে অবিলম্বে ঔষধ সরবরাহ করা।

উল্লেখ্য ইহুদিবাদী ইসরাইল দীর্ঘ দিন যাবত গাজায় ঔষধ ও খাবার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

iqna

 

captcha