IQNA

সর্বোচ্চ নেতা;

অর্থনৈতিক দুর্নীতিবাজদের দ্রুত এবং ন্যায্য বিচার করা হবে

18:21 - August 12, 2018
সংবাদ: 2606445
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী অর্থনৈতিক অপরাধ দমন করার জন্য বিশেষ আদালত প্রতিষ্ঠার বিষয়ে সম্মতি দিয়েছেন।

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এ ধরনের অপরাধের দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ নেতার কাছে বিচারবিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি অনুরোধ করেছিলেন। ইরানের বর্তমান অর্থনৈতিক বিশেষ অবস্থাকে আয়াতুল্লাহ সাদেক লারিজানি ‘অর্থনৈতিক যুদ্ধ’ বলে বর্ণনা করেছেন।

গতকাল (শনিবার) সর্বোচ্চ নেতা এ প্রস্তাব গ্রহণ করে বলেছেন, এ ধরনের আদালত প্রতিষ্ঠার উদ্দেশ্য হবে অর্থনৈতিক অপরাধীদের দ্রুত ও স্বচ্ছভাবে শাস্তি দেয়া। একই সঙ্গে তিনি বিচারবিভাগের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিচারকরা যেন সঠিকভাবে রায় দেন সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

আয়াতুল্লাহ সাদেক লারিজানি তার চিঠিতে প্রস্তাব দিয়েছেন, অর্থনৈতিক অপরাধ দমন করতে দুই বছরের জন্য বিশেষ আদালত প্রতিষ্ঠা করা দরকার এবং যারা দেশের অর্থনীতিকে বাধাগ্রস্ত করছে এবং দুনীতির সঙ্গে জড়িত তাদেরকে সর্বোচ্চ সাজা দিতে হবে। তিনি আরো বলেছেন, এ ধরনের বিচার হবে উন্মুক্ত আদালতে।

iqna

 

captcha