IQNA

দুবাই অ্যাওয়ার্ড কুরআন প্রতিযোগিতার প্রথম রাতে ৭ প্রতিনিধির অংশগ্রহণ

23:56 - May 26, 2018
সংবাদ: 2605846
আন্তর্জাতিক ডেস্ক: দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম রাতে ৭টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। দেশগুলো যথাক্রমে জর্ডান, তানজানিয়া, উগান্ডা, তাজিকিস্তান, গ্যাবন, পর্তুগাল ও মিয়ানমার।

দুবাই অ্যাওয়ার্ড কুরআন প্রতিযোগিতার প্রথম রাতে ৭ প্রতিনিধির অংশগ্রহণ
বার্তা সংস্থা ইকনা: "দাওরে যায়িদ" শিরোনামে অনুষ্ঠিত দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ২২তম পর্ব বুধবার ২৩শে মে শুরু হয়েছে। উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান ইব্রাহিম মুহাম্মাদ বুমালহা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিযোগিতার বিচারক মণ্ডলী, বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিবর্গ এবং দর্শনার্থীগণ উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান দুবাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ইব্রাহিম মুহাম্মাদ বুমালহা বলেন: বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার মধ্যে দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা একটি। এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে উত্তীর্ণদের মধ্যে পুরস্কার হিসেবে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত ২৫০,০০০ দিরহাম, সংযুক্ত আরব আমিরাত ২০০,০০০ দিরহাম, সংযুক্ত আরব আমিরাত ১৫০,০০০ দিরহাম দেয়া হবে।
এই প্রতিযোগিতার প্রথম রাতে জর্ডানের প্রতিনিধি নাসির নাহাদ জিব, তানজানিয়ার প্রতিনিধি ফার্স সায়িদ হামায়, উগান্ডার প্রতিনিধি, তাজিকিস্তানের প্রতিনিধি মুহাম্মাদ সালেহ হিয়াতুফ, গ্যাবনের প্রতিনিধি, পর্তুগালের প্রতিনিধি ও মিয়ানমারের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
উল্লেখ্য, দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ২২তম পর্বে বিশ্বের ১০৪ দেশ অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতার অনুষ্ঠান বুধবার ৬ষ্ঠ রমজানে শুরু হয়েছে এবং একাধারে ১৯শে রমজান পর্যন্ত অব্যাহত থাকবে।
উক্ত প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধি হিসেবে মুহাম্মদ রেজা যাহেদী অংশগ্রহণ করেছে।
iqna

 

captcha