IQNA

আমিরাতে প্রতিবন্ধীদের জন্য সপ্তম জাতীয় কুরআন প্রতিযোগিতা

23:39 - May 26, 2018
সংবাদ: 2605845
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে ৬ থেকে ১০ বছরের প্রতিবন্ধী শিশুদের জন্য সপ্তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছে। এই প্রতিযোগিতার অনুষ্ঠান আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে অনুষ্ঠান হয়েছে।



বার্তা সংস্থা ইকনা: প্রতিবন্ধীদের জন্য সপ্তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান "The owners of ambition and determination." ক্লাবের পক্ষ থেকে দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ষ্টেট থেকে ২৮৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
গত বছরের তুলনায় এই বছরে ২০ শতাংশ অধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এই বছরে প্রথম বারের মতো কিছু প্রতিবন্ধী শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
এই প্রতিযোগিতায় অক্ষম মানুষ যেমন: শারীরিক, চলাফেরা, শ্রবণ, দৃষ্টি এবং মানসিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেছে। সপ্তম জাতীয় কুরআন প্রতিযোগিতা মোট ৯টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো যথাক্রমে: সম্পূর্ণ কুরআন হেফজ, ২০ পারা কুরআন হেফজ, ১৫ পারা কুরআন হেফজ, ৭ পারা কুরআন হেফজ, ৫ পারা কুরআন হেফজ, ৩ পারা কুরআন হেফজ, ২ পারা কুরআন হেফজ, ১ পারা কুরআন হেফজএবং পবিত্র কুরআনের ছোট সূরা হেফজ।
ছেলে ও মেয়েদের জন্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের নাগরিকগণ ব্যতীত সেদেশে বসবাসরত প্রবাসীরাও অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রতিনিধিদের ডাক্তারের নিকট হতে প্রতিবন্ধীর সার্টিফিকেট অথবা প্রতিবন্ধী কার্ড দেখাতে হচ্ছে।
iqna

captcha