IQNA

পবিত্র কুরআনের দৃষ্টিতে শেষ জামানার পরিস্থিতি

12:41 - May 26, 2018
সংবাদ: 2605841
ইমাম সাদিক(আ.) বলেছেন, ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে অবশ্যই মানুষের জন্য এমন একটি সময় আসবে যখন তারা দুর্ভিক্ষের শিকার হবে, তারা খাদ্য সংকটে পড়বে এবং তাদের জীবন সংকটাপন্ন হবে। আর এ বিষয়ে পবিত্র কুরআনে স্পষ্ট ইঙ্গিত করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বিহারুল আনওয়ার গ্রন্থের একটি অধ্যায়ে শেষ জামানার আলামত সম্পর্কে পবিত্র কুরআন থেকে একটি আলোচনা করা হয়েছে।

সূরা বাকারার ১৫৫ নং আয়াতে বর্ণিত হয়েছে: وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ আমরা নিশ্চয় পরীক্ষা করবো ভয়-ভীতি,অনাহার, তোমাদের জান,মাল ও উৎপাদিত ফসলাদির ক্ষতি দ্বারা। ঐ অবস্থায় যারা ধৈর্য ধারণ করিবে, তাদেরকে সুসংবাদ দাও।

প্রত্যেক মুমিন ব্যক্তির ঈমান পরখ করার জন্য কিছু পরীক্ষা করার প্রয়োজন আছে। আল্লাহ তায়ালা মুমিনদেরও পরীক্ষা করে থাকেন উপরোক্ত যেকোনো একটি মাধ্যমের দ্ধারা। আল্লাহ তায়ালা যাচাই করে নেন কারা তাদের কথায় সত্যবাদী। পরীক্ষাটা কখনো ব্যক্তিগত,কখনো পারিবারিক,কখনো সামাজিক-সাংগঠনিক সকল পর্যায়ে হতে পারে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারে তাদেরকেই আল্লাহ তায়ালা সুসংবাদ দিয়েছেন।

 

captcha