IQNA

আরবি ভাষায় কথা বলতে পারা বিশ্বের প্রথম রোবট নির্মাণ

19:59 - May 25, 2018
সংবাদ: 2605837
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের গবেষক ফয়সাল আল সরহিদ আরবি ভাষায় কথা বলতে পারা বিশ্বের প্রথম রোবট নির্মাণ করতে সক্ষম হয়েছেন।

ফিলিস্তিনি শহর ধ্বংস না করতে ইসরাইলকে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি
বার্তা সংস্থা ইকনা: আরবি ভাষায় কথা বলতে পারা বিশ্বের প্রথম রোবটের নাম "মুসালিম"। রোবটটির নির্মাতা বর্তমানে মুসলিমকে একলক্ষ আরবি শব্দ উচ্চারণে সক্ষমতা করার চেষ্টা করছেন।
মুসলিমের নির্মাতা ফয়সাল আল সরহিদ বলেন: পরিবেশের সাথে তাল মিলিয়ে চলার জন্য রোবটটির বিকাশ ঘটানোর চেষ্টা করছি। এছাড়াও রোবটটি যাতে তার নিজের হাত পা নিজেই নড়াচড়া, চলাফেরা এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেজন্যেও চেষ্টা করছি।
তিন বলেন: রোবটটি পরিষেবা এবং প্রশিক্ষণ ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে।
সৌদি আরবের এই গবেষক ইংল্যান্ড থেকে পিএইচডি অর্জন করেছেন। বর্তমানে তিনি সৌদি আরবের ইলেকট্রনিক্স বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিটের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।
iqna

 

captcha