IQNA

পবিত্র রমজানে ইমাম রেজার (আ.) মাজারে বিশ্বের সবচেয়ে বড় ইফতারের আয়োজন

19:52 - May 25, 2018
সংবাদ: 2605836
আন্তর্জাতিক ডেস্ক: চলছে মুসলমানদের সবচেয়ে সম্মানিত মাস রমজান। সারাবিশ্বের কোটি কোটি মুসলমান সিয়াম সাধনায় পার করছেন এ মাস। রমজানে মুসলমানদের নিকট খুশির আরেকটি উপলক্ষ্য হলো রোজাদারদের ইফতারি করানো। সে রকম একটি আয়োজন করা হয় ইরানে। প্রতিদিন লাখো রোজাদারকে ইফতারি করানোর আয়োজন করা হয়।



বার্তা সংস্থা ইকনা: ইরানের পবিত্র নগরী মাশহাদে ইমাম রেজা (আ.)র মাজার কমপ্লেক্সে এবারের রমজানে রোজাদারের জন্য তিন লাখ ইফতারের প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। মাজার কমপ্লেক্সের ব্যবস্থাপনা ও শৃঙ্খলাবিষয়ক পরিচালক রুহুল্লাহ রানজবার এ তথ্য জানিয়েছেন।

রোজাদাররা যেন সবচেয়ে ভালো খাবার দিয়ে ইফতার করতে পারেন সে বিষয়ে কর্তৃপক্ষ কড়া নজরদারি রাখেন। খেজুর, আখরোট, মধু, কলা, সবজি, রুটি, পনির, ফলমূল, জুস, দুধ, টি-ব্যাগ-সহ বিভিন্ন খাবার দিয়ে সাজানো হয় ইফতারের প্যাকেট।

সূর্যোদয় থেকে ইফতারের আগ পর্যন্ত প্রতিদিন এক লাখ রোজাদারের জন্য চলে এই আয়োজন। আর এই খাবার পরিবেশনের আগে প্রতিদিন বিশেষ মোনাজাত করা হয়। মাজার প্রাঙ্গণে ১৬ হাজার বর্গমিটার এলাকায় বিছানো হয় গালিচা। যেখানে নারী ও পুরুষদের জন্য রাখা হয় আলাদা বসার স্থান।

ইফতারকারীদের জন্য প্রথমেই আসে পানি এবং স্যুপ। আর মাগরিবের আজানের আগেই আসতে থাকেন হাজার হাজার অতিথি। শুধু ইরান নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে ইফতার করতে আসেন বহু মানুষ। পুরো রমজান মাসজুড়ে এই পবিত্র স্থানে ৩০ লাখেরও বেশি রোজাদার এখানে ইফতার করেন।

captcha