IQNA

ইমাম মাহদীর প্রতি দৃঢ় বিশ্বাসীদের প্রতি বিশেষ দয়া

0:42 - May 09, 2018
1
সংবাদ: 2605715
ইমাম মাদী(আ.) হলেন সকল মুসলমানদের আশ্রয়কেন্দ্র। আর যারা তাকে নিজেদের আশ্রয় কেন্দ্র মনে করে তারা হচ্ছে ঈমানের পাহাড়। কেননা ইমাম মাহদীর আগমনের আগে মানুষকে বাছাই করা হবে।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: শেষ জামানায় মানুষকে নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হবে। যার ফলে ঈমান রক্ষা করাই কঠিন হয়ে পড়বে, «مُلِئَتْ ظُلْما وَ جَوْراً» কেননা হাদিসের ভাষায় অনুযায়ী শেষ জামানায় পৃথিবী অন্যায় অত্যাচারে ভরপুর হয়ে যাবে।

আর ইমাম মাহদীর আবির্ভাবের সময় যতটা ঘনিয়ে আসবে সমস্যা ও পরীক্ষা আরও বেড়ে যাবে যারা এই সময়েও ইমাম মাহদীর প্রতি বিশ্বাস অনড় থাকবে তাদের বিশ্বাসকে পাকাপোক্ত করার জন্য আল্লাহ পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আসবে।

হাদিসে আরও বর্ণিত হয়েছে: «یقوُمُ... بَعْدَ إِرْتِدادِ أَکثَرِ الْقائِلینَ بإِمامَتِهِ؛ ইমাম মাহদীর আবির্ভাবের প্রতি অধিকাংশ মানুষের বিশ্বাস হারানোর পর তার আবির্ভাব ঘটবে।

সুতরাং যারা শেষ জামানার বিভিন্ন পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারবে তাদের প্রতি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ আসবে।

সূত্র: উসুলে কাফী, বিহারুল আনওয়ার, মুন্তাখাবুল আনওয়ার ইত্যাদি।

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
kookextu
0
0
20
captcha