IQNA

রুশ পররাষ্ট্রমন্ত্রী;

ঐশ্বরিক ধর্মের রাজধানী হিসেব জেরুজালেম অব্যাহত থাকবে

1:07 - May 05, 2018
1
সংবাদ: 2605682
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন: "ইসলাম, খ্রিষ্টান এবং ইহুদী ধর্মের যুগ্ম রাজধানী হিসেবে জেরুজালেম অব্যাহত থাকবে।"

 ঐশ্বরিক ধর্মের রাজধানী হিসেব জেরুজালেম অব্যাহত থাকবে

বার্তা সংস্থা ইকনা: রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জর্ডানের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবারে একথা বলেন।

তিনি জেরুজালেমের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মস্কো উদ্বেগে বলে জানান। এছাড়াও জেরুজালেমের সর্বশেষ পরিবর্তন সম্পর্কে তিনি আলোচনা করেন।

সের্গেই লাভরভ বলেন: "ইসলাম, খ্রিষ্টান এবং ইহুদী ধর্মের যুগ্ম রাজধানী হিসেবে জেরুজালেম অব্যাহত থাকবে।"

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের ডিসেম্বর মাসে জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেয় এবং অতি শীঘ্রই তাদের দূতাবাসকে এই শহরে স্থানান্তর করবে বলে জানায়।

iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
npycaiqd
0
0
20
captcha