IQNA

তেহরানের জুমার খতিব;

বিপ্লব বিজয় বার্ষিকীতে জনগণের ব্যাপক উপস্থিতি বিপ্লবের প্রতি সমর্থনের প্রমাণ

18:40 - February 16, 2018
সংবাদ: 2605067
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ হাসান আবু তোরাবি ফার্দ বিপ্লব বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় জনগণের ব্যাপক উপস্থিতির প্রশংসা করেছেন।

 

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি বলেন, এ থেকে ইসলামি বিপ্লব ও এর আদর্শ টিকিয়ে রাখতে ইরানের জনগণের আগ্রহের প্রমাণ পাওয়া যায়।

আজ তেহরানে জুমার নামাজের খোতবায় তিনি এ কথা বলেছেন। তিনি বিপ্লব বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় জনগণের উপস্থিতিকে শত্রুদের জন্য চপেটাঘাত হিসেবে উল্লেখ করে বলেছেন, এটা মহান খোদা তাআলার পক্ষ থেকে বিরাট নেয়ামত। তিনি বলেন, ইরানের কর্মকর্তাদের এটা বোঝা উচিত শোভাযাত্রায় কেন এতো বিপুল সংখ্যক মানুষ হাজির হয়েছিলেন। তিনি বলেন, সর্বোচ্চ নেতার ছায়াতলে ইরানের জনগণ বিজয় অর্জন করেছে তাই কর্মকর্তাদেরও উচিত সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা অনুযায়ী কর্মপন্থাগুলো ঠিক করা।

iqna

captcha