IQNA

পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে মুসলমানদের বিক্ষোভ

18:59 - December 10, 2017
সংবাদ: 2604521
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশের সরমুর এলাকায় অজ্ঞাত পরিচয়ের ইসলাম বিদ্বেষী গোষ্ঠী একটি মসজিদে রক্ষিত ইসলামি গ্রন্থ বিশেষ করে পবিত্র কুরআনে আগুন ধরিয়ে এই পবিত্র গ্রন্থের অবমাননা করেছে।

পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে মুসলমানদের বিক্ষোভ


বার্তা সংস্থা ইকনা: এই ঘটনাটি গত সপ্তাহে ঘটেছে। মসজিদের পেশ ইমাম মসজিদের ভিতরে প্রবেশ করে আগুনে ঝলসানো গ্রন্থের বাকী অংশ দেখে দ্রুত পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক পর্যবেক্ষণ করে পবিত্র কুরআন অবমানকারীদের গ্রেফতার করার চেষ্টা করছে।
ইসলাম বিদ্বেষীদের এই কাজের নিন্দা জানাতে শত শত মুসলমান বিক্ষোভ করেছে। এসময় বিক্ষোভকারীরা দ্রুত অপরাধীদের গ্রেফতার করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ভারতে ১২০ কোটি জনগণের মধ্যে ১৮ কোটি মুসলিম অধিবাসী রয়েছে। ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর ভারত তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে পরিগণিত।
iqna

captcha