IQNA

মসজিদ মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির পরিচায়ক

20:05 - December 04, 2017
সংবাদ: 2604475
মসজিদ মুসলিম উম্মাহর হৃদপিণ্ডের সাথে তুলনাযোগ্য। কেননা প্রতিটি মুসলমানের সাথে মসজিদের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। মসজিদের নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে প্রত্যেক মুসলমানের অন্তরে একটি পবিত্র ও আধ্যাত্মিক বিষয় উদিত হয়।

মসজিদ মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির পরিচায়ক


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মসজিদ ইসলাম ধর্মের প্রচার ও প্রসারের তীর্থস্থান। মসজিদে যাতায়াত মানুষের ঈমান ও আকিদাকে সুদৃঢ় করে। প্রত্যেক মুসলমানের সাথে মসজিদের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। সকল মাজহাব ও গোত্রের লোকেরা মসজিদে যাতায়াত করে; মসজিদের ক্ষেত্রে কোন মাজহাব বা গোত্রের মধ্যে পার্থক্য নেই। এ কারণে আমরা মসজিদকে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি অন্যতম প্রতীক হিসেবে বেছে নিতে পারি।

নিচের দু’টি হাদীসে মসজিদে অপরিসীম ফজিলতের বিষয়টি সুস্পষ্ট হয়ে যায়; ইমাম জাফর সাদিক (আ.) তার পিতামহ রাসূলের (সা.) উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন,

قَالَ رَسُولُ اللَّهِ (صلی الله علیه و آله و سلم)‏ مَنْ كَانَ الْقُرْآنُ حَدِيثَهُ وَ الْمَسْجِدُ بَيْتَهُ‏ بَنَى‏ اللَّهُ لَهُ بَيْتاً فِي الْجَنَّةِ.

অর্থাৎ রাসূল বলেছেন যে, যে ব্যক্তির ভাষা হবে কোরআন এবং গৃহ হবে মসজিদ; আল্লাহ বেহেশতে তার জন্য একটি গৃহ নির্মাণ করবেন।

অপর একটি হাদীসে রাসূলুল্লাহ (সা.) থেকে বর্ণিত হয়েছে,

الْمَسَاجِدُ بُيُوتُ‏ الْمُتَّقِينَ‏ وَ مَنْ كَانَتِ الْمَسَاجِدُ بَيْتَهُ ضَمِنَ اللَّهُ لَهُ بِالرَّوْحِ وَ الرَّاحَةِ وَ الْجَوَازِ عَلَى الصِّرَاط.

অর্থাৎ মসজিদ হচ্ছে পরহেজগার ব্যক্তিদের বাসস্থান, আর মসজিদ যাদের আবাস স্থল হবে; আল্লাহ তায়ালা তাদেরকে স্বীয় রহমত ও শান্তিতে অন্তর্ভুক্ত করবেন। আর তারা সহজে পুলসিরাত অতিক্রম করে বেহেশতে প্রবেশ করবে।

captcha