IQNA

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ নিহত

19:57 - December 04, 2017
সংবাদ: 2604474
আন্তর্জাতিক ডেস্ক: কিছু আরব মিডিয়া ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ নিহত নিহিতের খবর প্রকাশ করেছে।

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ নিহত

 

বার্তা সংস্থা ইকনা: ৪ নভেম্বর রাজধানী সানা থেকে পালিয়ে মারিব শহরে যাওয়ার পথে তিনি নিহত হয়েছেন বলে দেশটির জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহর প্রভাবশালী কমান্ডার সালিম জানিয়েছেন।

সালেহ'র সঙ্গে তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন।  কিছু মিডিয়া প্রকাশ করেছে, বোমার সাহায্যে সালেহর বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে সালেহ প্রাণ হারিয়ে থাকতে পারেন।

এদিকে স্কাই নিউজ নিউজ এজেন্সি প্রকাশ করেছে, আলী আব্দুল্লাহ সালেহ'র নেতৃত্বাধীন কংগ্রেস পার্টি তার নিহত হওয়ার খবর প্রত্যাখ্যান করেছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, আনসারুল্লাহ গুজব রটাচ্ছে। সালেহ সৌদি আরবের সহযোগিতায় বহু বছর ধরে ইয়েমেনের ক্ষমতায় ছিলেন।

আলী আব্দুল্লাহ সালেহ নিহত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর সানার অধিবাসীরা মিষ্টি বিতরণের মাধ্যমে উল্লাস প্রকাশ করেছে বলে খবর বেরিয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আলী আব্দুল্লাহ সালেহ'র মাধ্যমে ক্যু করার ব্যর্থ চেষ্টা চালানোর পর আনসারুল্লাহর সঙ্গে সালেহ সমর্থকদের সংঘর্ষ শুরু হয়।

ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সেদেশের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহের নিহতের খবরটি নিশ্চিত করেছে।

দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

iqna

 

 

 

 

captcha