IQNA

পুনর্নির্মাণ করা হচ্ছে স্ট্রাসবুর্গের বৃহত্তম মসজিদ

23:24 - October 16, 2017
সংবাদ: 2604086
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের স্ট্রাসবুর্গের শহরের 'আইয়ুব সুলতান' মসজিদটি ইউরোপের বৃহত্তম মসজিদ। একটি ধর্মীয় কমপ্লেক্স এবং অটোমান যুগের ইসলামিক স্থাপত্য রক্ষর জন্য মসজিদটি পুনর্নির্মাণ করা হচ্ছে।
পুনর্নির্মাণ করা হচ্ছে স্ট্রাসবুর্গের বৃহত্তম মসজিদ
বার্তা সংস্থা ইকনা: এই মসজিদটিতে নতুন করে ২৮টি গম্বুজ এবং ৪৪ মিটার উচ্চতায় ২টি মিনার নির্মাণ করা হবে। গতকাল (১৫ই অক্টোবর) থেকে মসজিদটির পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়েছে।
6 হেক্টর জমির উপর এই মসজিদটি নির্মাণ করা হবে। মসজিদটিতে 3 হাজার মুসল্লি (নামাজ আদায়কারী) একসাথে নামাজ আদায় করতে পারবে। এছাড়াও এরসাথে সম্মেলন হল, স্কুল, লাইব্রেরী, রেস্টুরেন্ট, দোকান এবং ৬০০ গাড়ি ও ২৬০টি বাইক ধারণসম্পন্ন পার্কিং নির্মাণ করা হবে।
'আইয়ুব সুলতান' মসজিদটির পুনর্নির্মাণ কাজের উদ্বোধনের দিনে তুরস্কের উপ প্রধানমন্ত্রী বেকার বাজাদাগ, বসনিয়া ও হারজেগোভিনার প্রেসিডেন্ট কাউন্সিলের সদস্য বাকের ইজ্জাত বাগভিচ, প্যারিসে তুর্কি রাষ্ট্রদূত ইসমাইল হ্যাগি মুসা এবং ফ্রান্সের সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন।
পূর্বে মসজিদটির স্থানে একটি কারখানা ছিলো। ১৯৯৬ সালে গুরুশ ন্যাশনাল ইসলামিক সোসাইটি (IGMG) কারখানাটি ক্রয় করে মসজিদে রূপান্তরিত করে এবং ২১ বছর যাবত মসজিদ হিসেবে ব্যাবহার হচ্ছে।
উল্লেখ্য, গত বছর থেকে মসজিদের ভিতের কাজ শুরু করা হয়েছে।
iqna



captcha