IQNA

কিরকুকে সামরিক বাহিনীতে কুরআন প্রশিক্ষণ কোর্স

4:34 - October 16, 2017
সংবাদ: 2604078
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: বর্তমানে কুর্দিস্তান সংকটের কারণে জরুরী অবস্থা জারী করা হয়েছে কিরকুক প্রদেশে। কিন্তু ইরাকের গণবাহিনীর কুরআন বিষয়ক বিভাগ নিজেদের কুরআন তৎপরতার ধারাবাহিকতায় এ অঞ্চলে মোতায়েনকৃত বাহিনীর সদস্যদের জন্য বিশেষ কুরআন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।

ক্বাফে’র উদ্ধৃতি দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা: এ কুরআন প্রশিক্ষণ কোর্সে স্থানীয় পুলিশ সদস্যরা এবং ইরাকের মোবিলাইজেশন ফোর্সের (গণবাহিনী) সদস্যরা অংশগ্রহণ করছেন।

তিন দিন ব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষকের দায়িত্বে আছেন কুরআনের বিশিষ্ট প্রশিক্ষকগণ ‘আলহাজ্ব আব্দুল কারিম এবাদি’ ও ‘মুহাম্মাদ আতিয়া’। এছাড়া ইরাকের বিশিষ্ট কারী ‘মুহাম্মাদ কাহতান’ও এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন।

৩ দিনের এ প্রশিক্ষণ কোর্সটি ইরাকের মোবিলাইজেশন ফোর্সের কুরআন বিষয়ক বিভাগের একটি প্রতিনিধি দলের কিরকুক সফরকে কেন্দ্র করে আয়োজিত হয়েছে।

এছাড়া এ প্রতিনিধি দল কিরকুকের ১৬নং ব্যাটেলিয়নের জন্য কুরআন বিষয়ক ১ দিন ব্যাপী বিশেষ কর্মশালারও আয়োজন করেছে। এ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন ‘মুহাম্মাদ আতিয়া’।

জনাব আতিয়া ঐ কর্মশালায়, কুরআনের সাথে যোদ্ধাদের সম্পৃক্ত থাকার গুরুত্ব, মহান আল্লাহর এ গ্রন্থের সঠিকভাবে তেলাওয়াত প্রাসাঙ্গিক বিভিন্ন বিষয় এবং পবিত্র কুরআনের কিছু আয়াতের অর্থ অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তুলে ধরেন।#3653081


captcha