IQNA

বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতরের নামাজ + ছবি

23:33 - July 06, 2016
সংবাদ: 2601145
আন্তর্জাতিক ডেস্ক: আজ (৬ জুলাই) বিশ্বের অধিকাংশ দেশে ঈদুল ফিতর পালিত হয়েছে। ঈদের দিনে সকালে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানেরা ঈদের নামাজ আদায় করেছেন। এই দিনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যের লক্ষ্যে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ একই সারিতে ঈদের নামাজ আদায় করেছেন।


বার্তা সংস্থা ইকনা: কিছু কিছু দেশে গতকাল (৫ জুলাই) এবং কিছু কিছু দেশে আজ (৬ জুলাই) শাওয়াল মাসের এক তারিখ তথা ঈদ পালিত হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি দেশে আগামী কাল ঈদুল ফিতর পালিত হবে।

তুরস্কের ইস্তাম্বুল শহরের 'সুলতান আহমাদ' মসজিদ, অস্ট্রেলিয়ায় ২০০ মসজিদ, কাজাকস্থানের রাজধানী আস্তানা 'নুর' মসজিদ, ভিয়েনা (অস্ট্রিয়ার রাজধানী), সুইডেন, রাশিয়া, সিরিয়া, লেবানন, মিশর, বসনিয়া ও হার্জেগোভিনা, ম্যাসেডোনিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, আলবেনিয়া ও বলকানের কসোভো সহ বিশ্বের অন্যান্য দেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।


কাজাকস্থানের রাজধানী আস্তানা

smc.sd সংবাদ সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে: আস্তানার নুর মসজিদের খতিব 'কাজী নুরাস বাই' চলতি বছরের ঈদুল ফিতরকে মুসলিম ভ্রাতৃত্ব এবং শান্তি ও সন্ধির ঈদ বলে ঘোষণা করেছেন। তিনি এই দিনে সকল ভেদাভেদ ভুলে শান্তি ও ঐক্যের দিকে ধাবিত হওয়ার আহ্বান জানিয়েছেন।


ভিয়েনা (অস্ট্রিয়ার রাজধানী)

অস্ট্রিয়ার রাজধানীতেও শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করা হয়েছে। ঈদের নামাজে ফিলিস্তিনি, আফ্রিকা ও মিয়ানমারের মুসলমানদের ওপর যে নির্যাতন করা হচ্ছে, তার সমাপ্তির জন্য দোয়া করা হয়েছে।


সুইডেন (স্টকহোম(

সুইডেনের মুসল্লিদের নামাজের স্থানের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মসজিদে জায়গার সংকটের কারণে মসজিদ পরিপূর্ণ হয়ে গিয়েছে। ঈদের নামাজের জন্য সুইডেনের রাজধানী স্টকহোমের মসজিদে সহস্রাধিক মুসল্লি উপস্থিত হয়েছেন।


জার্মান (বার্লিন(

জার্মানের মসজিদ সমূহেও মুসল্লিদের উপস্থিত যথার্থ ছিল। দেশটির রাজধানী বার্লিনের "শোহাদা" মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়েছে। ঈদের নামাজের খুতবায় ইসলামী বিশ্বের ঐক্য ও বিশ্বের শান্তি ও সন্ধি স্থাপনের জন্য দোয়া করা হয়।


কিরগিজস্তান (বিশকেক(

কিরগিজস্তানের রাজধানী বিশকেকেও শান্তিপূর্ণ ভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বিশকেকের বিভিন্ন মসজিদের মুসল্লিদের উপস্থিতির ফলে পরিপূর্ণ হয়ে গিয়েছে।



সিরিয়া

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানীর বাইরে দেশটির হোমস প্রদেশের একটি মসজিদে ঈদের জামাতে অংশ নিয়েছেন। হোমস প্রদেশের 'তারিকুশ শাম' এলাকার আল-সাফা মসজিদে তিনি ঈদের নামাজ পড়েছেন। বিগত বছরগুলোই বাশার আল আসাদ দেশটির রাজধানী দামেস্কে ঈদের নামাজ আদায় করেছেন।

২০১১ সালের পর থেকে সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালানোর পর থেকে প্রায় সবকটি ঈদের জামাতে অংশ নিয়েছেন বাশার আল-আসাদ। তবে এই প্রথম রাজধানী দামেস্কের বাইরে হোমস প্রদেশে জন সম্মুখে কোনো ঈদের জামাতে গেলেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের একটি এলাকায় পবিত্র ঈদ-উল ফিতরের জামাতে হামলা চালালে অন্তত তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

আজ (বুধবার) সিরিয়ার আলোপ্পো শহরের আল-মাশহাদ এলাকায় উগ্র সন্ত্রাসীদের কয়েক দফা মর্টার হামলায় অপর ৩০ জনের বেশি আহত হয়েছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে। রাজধানী দামেস্কের ৩৫৫ কিলোমিটার উত্তরে অবস্থিত শহরটিতে পবিত্র রমজানে দীর্ঘ একমাস রোজা পালন শেষে মুসল্লীরা যখন আজ ঈদ-উল ফিতরের জামাত আদায় করার লক্ষ্যে সমবেত হচ্ছিলেন তখনই সন্ত্রাসীরা সেখানে হামলা চালায়।


মিশর (আলেকজান্দ্রিয়া(

মিশরের আলেকজান্দ্রিয়া প্রদেশর বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়েছে। ঈদুল ফিতরের নামাজের জন্য আলেকজান্দ্রিয়ায় এনডাউমেন্ট অফিস ২৮১টি স্থান বরাদ্দ করেছে।


রাশিয়া (মস্কো(

রাশিয়ার রাজধানী মস্কোয়ও ঈদের নামাজ আদায়ের জন্য মুসল্লিদের ব্যাপক ভিড় হয়। অনেক মুসল্লিই মসজিদের বাহিরের প্রাঙ্গণে ও রোডে নামাজ আদায় করেছেন।


তুরস্ক (সুলতান আহমেদ মসজিদ(

তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক সুলতান আহমেদ মসজিদের বিশ্বের বিভিন্ন দেশের সহস্রাধিক মুসল্লিদের উপস্থিতিতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।


তুরস্কে সিরিয়ার শরণার্থী শিবির

তুরস্কে সিরিয়ার শরণার্থী শিবিরে অতি জাঁকজমক ভাবে ঈদের নামাজ আদায় করা হয়েছে। ঈদের নামাজে বিশ্বের শান্তি স্থাপনের জন্য দোয়া চাওয় হয়।


বাহরাইন (শেখ কাসেমের বাড়ীর সামনে ঈদের নামাজ(

বাহরাইনের সহস্রাধিক বিদ্রোহী জনগণ আজ সকালে সেদেশের সাহসী ও অন্যায়ের প্রতিবাদকারী নেতা আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেমের বাড়ীর সামনে ঈদের নামাজ আদায় করেছেন।

ঈদের নামাজের খুতবায় হুজ্জাতুল ইসলাম 'শেখ সায়িদ আল মাদ্দাহ' বলেন: বাহরাইন এখন অতি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখে অবস্থান করছে। সাম্প্রদায়িকতার মধ্যে বিভক্ত সৃষ্টি করার জন্য শত্রুরা শোচ্যর হয়ে আছে।


iqna



ট্যাগ্সসমূহ: ফিতর ، নামাজ ، মুসলমান ، মসজিদ
captcha