IQNA

ফিলিপাইনে আইএসআইএলের অস্তিত্বের ঘোষণা

13:59 - January 13, 2016
5
সংবাদ: 2600090
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় ‘মিন্দানাও’ দ্বীপে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্যরা উপস্থিত রয়েছে বলে ঘোষণা করেছে দেশটির চরমপন্থি দল।
বার্তা সংস্থা ইকনা: ফিলিপাইনের চরমপন্থি চারটি দল একত্রিত হয়ে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তথা দায়েশকে সমর্থন করবে বলে ঘোষণা করেছে।

সন্ত্রাসী গোষ্ঠী আবু সায়াফ’-এর দলনেতা ইসনালুন হাবিলুন ফিলিপাইনে দায়েশের নেতা হয়েছে।

বিশেষজ্ঞরা ধারণা করছে ফিলিপাইনের বর্তমান পরিস্থিতিতে দায়েশরা অধিক সুবিধা করতে পারবে এবং তাদের সন্ত্রাসী মূলক কার্যক্রমকে ব্যাপক বিস্তার দিতে সক্ষম হবে।

বিশেষজ্ঞরা বলেছে: ইরাক ও সিরিয়ায় কঠিন ও দীর্ঘমেয়াদি যুদ্ধের পরে দায়েশ এ সকল অঞ্চল ত্যাগ করে বিকল্প ভূমি খুঁজতে বাধ্য হচ্ছে।

এছাড়াও ফিলিপাইনে দায়েশের উপস্থিতির ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ সহ অস্ট্রেলিয়ার জন্য হুমকি হতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা।

iqna

প্রকাশিত: 5
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
emmfrkhv
0
0
20
sypbrmjf
0
0
20
sypbrmjf
0
0
20
resaapqj
0
0
20
vrsruiyr
0
0
20
captcha